কালীগঞ্জে কৃষি জমির মাটি বিক্রি, ভাই-বোনকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জে অনুমোদন ছাড়াই কৃষি জমি থেকে মাটি বিক্রির দায়ে ভাই-বোনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ও বুধবার জামালপুরের ছৈলাদি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।
পৃথকভাবে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ জরিমানা করেছেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের বিভিন্ন এলাকার কৃষকদের প্রলোভন দেখিয়ে কৃষি জমির মাটি ক্রয় করে স্থানীয় মাটি দস্যু চক্রের সদস্যরা। পরে প্রশাসনের অনুমোদন ছাড়াই ভেকু দিয়ে কৃষি জমি থেকে ২০-৩০ ফুট গভীর গর্ত করে মাটি কেটে আশপাশের ইটভাটাসহ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেছিল মাটি দস্যু চক্রটি। এমন অভিযোগে মঙ্গলবার দুপুরে ছৈলাদি এলাকায় গিয়ে ঘটনার সত্যতা পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। সে সময় মাটি দস্যু চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে জমির মালিক স্থানীয় শামসুদ্দিন খানের মেয়ে সেবুন নাহারকে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরও মাটি কাটা অব্যাহত রাখে মাটি দস্যু চক্রের সদস্যরা।
খবর পেয়ে বুধবার (১ জানুয়ারি) দুপুরে পূণরায় মোবাইল কোর্ট পরিচালনা করে শামসুদ্দিন খানের ছেলে আলী হোসেন খাঁন বাদলকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে’ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।
স্থানীয়রা জানান, জামালপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে কৃষি জমির মাটি বিক্রি করতে গঠিত মাটি দস্যু চক্রের সমন্বয়কারী হিসেবে নেতৃত্বে রয়েছে স্থানীয় জোবায়ের খান।
যদিও এ বিষয়ে জানতে চাইলে জোবায়ের খান বলেন, আমি মাটি বিক্রির সঙ্গে জড়িত নয়।
আরো জানতে…….
কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ছাত্রদল নেতাকে অর্থদণ্ড
বেলাই বিলে বালু ভরাট: ‘বাংলা মার্ক’ কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জে কৃষি জমি ভরাটের দায়ে এবার তিনজনকে ছয় মাসের কারাদণ্ড
কালীগঞ্জে ২২টি হাউজিং কোম্পানির কার্যক্রমে হাইকোর্টের স্থিতাবস্থা জারি
কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় এবার পাঁচজনের ১৫ দিনের কারাদণ্ড
কালীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে ইউএনও’র অভিযান, ব্যাটারি জব্দ
কালীগঞ্জে সড়কের আতঙ্ক অবৈধ ট্রলি বন্ধে অভিযান, দুই লক্ষাধিক টাকা জরিমানা
কালীগঞ্জে কৃষি জমির মাটা কাটায় এবার তিনজনকে কারাদণ্ড
কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় দুইজনকে জরিমানা
কালীগঞ্জে অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা