কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ছাত্রদল নেতাকে অর্থদণ্ড
![gazipurkontho](https://www.gazipurkontho.com.bd/wp-content/uploads/2024/12/tled-1-copy-780x425.jpg)
নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জে অনুমোদন ছাড়াই কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে হাসিব ভূঁইয়া (২৫) নামে ছাত্রদলের এক নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বক্তারপুর ইউনিয়নের ফুলদি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
অভিযুক্ত হাসিব ভূঁইয়া ফুলদি এলাকার ইউসুফ ভূঁইয়ার ছেলে। হাসিব ভূঁইয়া কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, খননযন্ত্র দিয়ে ফসলি জমি গভীরভাবে খনন করে মাটি কাটার কোন বৈধতা নেই। তবু ফুলদি এলাকায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি ভেকু মেশিন (খননযন্ত্র) দিয়ে খনন করেছিল হাসিব ভূঁইয়া। এমন সংবাদের ভিত্তিতে ও কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে মঙ্গলবার দুপুরে ফুলদি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। সে সময় কৃষি জমি থেকে মাটি কাটার সত্যতা পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ এর ১৫/১ ধারা অনুযায়ী অভিযুক্ত হাসিব ভূঁইয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আরো জানতে…….
বেলাই বিলে বালু ভরাট: ‘বাংলা মার্ক’ কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জে কৃষি জমি ভরাটের দায়ে এবার তিনজনকে ছয় মাসের কারাদণ্ড
কালীগঞ্জে ২২টি হাউজিং কোম্পানির কার্যক্রমে হাইকোর্টের স্থিতাবস্থা জারি
কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় এবার পাঁচজনের ১৫ দিনের কারাদণ্ড
কালীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে ইউএনও’র অভিযান, ব্যাটারি জব্দ
কালীগঞ্জে সড়কের আতঙ্ক অবৈধ ট্রলি বন্ধে অভিযান, দুই লক্ষাধিক টাকা জরিমানা
কালীগঞ্জে কৃষি জমির মাটা কাটায় এবার তিনজনকে কারাদণ্ড
কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় দুইজনকে জরিমানা
কালীগঞ্জে অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা