গাজীপুর

বেলাই বিলে বালু ভরাট: ‘বাংলা মার্ক’ কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে কালীগঞ্জের পিপুলিয়া এলাকায় ঐতিহ্যবাহী বেলাই বিলে বালু ফেলে ভরাটের অভিযোগে বাংলা মার্ক নামক একটি কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ওই জমিতে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করে সকল কার্যক্রম বন্ধ রাখার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ইমাম রাজী টুলুর নেতৃত্বে অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করে এ জরিমানা আদায় ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আটকরা হলো, সাইফুল (৩৫), বাদশা (৪০), চন্দন (২২), লেবু (৪৫), রুহুল (৩৫)। তারা পিপুলিয়া এবং দক্ষিণ ভাদার্ত্তী এলাকায় বাসিন্দা।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জের ঐতিহ্যবাহী বেলাই বিল, কৃষি জমি এবং জলাধার রক্ষায় ২০১৯ সালের ২৭ জানুয়ারি উচ্চ আদালত স্থিতাবস্থা জারি করেছেন। এরপরও বিভিন্ন কোম্পানির স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদের সহায়তায় বেলাই বিলে বালু ফেলে ভরাট কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতিপূর্বে একাধিকবার অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় এবং ভরাট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এরপরও বাংলা মার্ক নামক একটি কোম্পানি প্রায় ১২ বিঘা কৃষি জমিতে গোপনে গভীর রাতে বালু ভরাট কার্যক্রম চালাচ্ছিল। শুক্রবার দিবাগত মধ্যরাতে রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ইমাম রাজী টুলুর নেতৃত্বে অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করেন। অভিযুক্তদের মোবাইল কোর্টে হাজির করলে তারা দায় শিকার করে ভবিষ্যতে তারা আর এ কাজে জড়িত হবেন না মর্মে মুচলেকা দেয়। সে সময় তাদের দণ্ডবিধির ১৮৮ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর জরিমানার অর্থ পরিশোধ করলে তাদের স্থানীয় যুবলীগ লীগ নেতা কাজী নাহিদের জিম্মায় মুক্তি দেয়া হয়। এছাড়াও ওই জমিতে টিন দিয়ে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়ে তাদের সকল কার্যক্রম বন্ধ রাখার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

আরো জানতে…………..

কালীগঞ্জে কৃষি জমি ভরাটের দায়ে এবার তিনজনকে ছয় মাসের কারাদণ্ড

কালীগঞ্জে ২২টি হাউজিং কোম্পানির কার্যক্রমে হাইকোর্টের স্থিতাবস্থা জারি

কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় এবার পাঁচজনের ১৫ দিনের কারাদণ্ড

কালীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে ইউএনও’র অভিযান, ব্যাটারি জব্দ

কালীগঞ্জে সড়কের আতঙ্ক অবৈধ ট্রলি বন্ধে অভিযান, দুই লক্ষাধিক টাকা জরিমানা

কালীগঞ্জে কৃষি জমির মাটা কাটায় এবার তিনজনকে কারাদণ্ড

কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় দুইজনকে জরিমানা

কালীগঞ্জে অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

এরকম আরও খবর

Back to top button