কালীগঞ্জে অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের দুর্বাটি এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে নুরুল আলম আকন্দ (৭০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া এ অভিযান পরিচালনা করেছেন।
জরিমানা দেয়া নুরুল আলম আকন্দ দুর্বাটি এলাকায় মৃত মমিন উদ্দিন হাজীর ছেলে।
মোবাইল কোর্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার দুর্বাটি এলাকায় নুরুল আলম আকন্দ নামের এক ব্যক্তি প্রশাসনের অনুমোদিত না নিয়েই কৃষি জমিতে বাঁধ দিয়ে মাছ চাষের জন্য পুকুর খনন এবং কৃষি জমির মাটি কেটে পুকুরের পাড় নির্মাণের কাজ করছিলো। এমন তথ্য পেয়ে সোমবার দুপুরে কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করেছেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। সে সময় ঘটনার সত্যতা পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ ২০১০ এর ১৫(১) ধারায় নুরুল আলম আকন্দকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।