কালীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রায়হান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার সহযাত্রী।
শুক্রবার (১৭ মে) দুপুরে বোয়ালী এলাকায় ভাদার্ত্তী-বোয়ালী-নাগরী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত রায়হান চুয়ারিখোলা এলাকার সুরজ আলীর ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে রাজনগর এলাকার কামাল মিয়ার ছেলে রিফাত (২২)। তারা দু’জনে হা-মীম গ্রুপে চাকরি করতো।
আহত রিফাতের চাচা তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আলী হোসেন সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শুক্রবার দুপুরে রিফাতকে সঙ্গে নিয়ে রায়হান মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলো। পথে বোয়ালী এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাক দেখে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে সময় সড়কের পাশে থাকা গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়। সে সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রিফাত গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উত্তরার শিন-শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়েছে।