কালীগঞ্জে জাল টাকা দিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের সময় গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জে জাল টাকা দিয়ে ইয়াবা ক্রয় করতে গিয়ে মাদক ব্যবসায়ীর হাতে এক যুবক আটক হয়। পরে তাকে মারধর দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। সে সময় চিহ্নিত ওই মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) গ্রেপ্তার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কাপাসিয়া মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী তুমুলিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪০) এবং জাল টাকাসহ গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী চান্দাইয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহীন (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুমুলিয়া গ্রামের জহিরুল ইসলাম চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তার নিয়মিত ক্রেতা চান্দাইয়ার আরেক ব্যবসায়ী শাহীন। শনিবার বেলা ১১টার দিকে শাহিন ইয়াবা ক্রয় করতে গিয়ে জহিরুলকে জাল টাকা দেয়। ওই টাকা গণনার সময় জহিরুলের সন্দেহ হলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ওই টাকা আসল না জাল তা যাচাই করতে শাহিনকে কাপাসিয়া মোড় এলাকায় নিয়ে বিভিন্ন দোকানে ওই টাকা চেক করলে তা জাল টাকা বলে শনাক্ত হয়। পরে স্থানীয়রা তাকে মারধর দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা শাহিনকে পুলিশের কাছে সোপর্দ করেন। সে সময় শাহিনের কাছে থেকে ১ হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করে জব্দ করা হয়। পরে পুলিশ ঘটনার বিস্তারিত বিবরণ শুনে জহিরুল ইসলামকেও আটক করে থানায় নিয়ে যায়। রোববার প্রসিকিউশন দিয়ে জহিরুল ইসলামকে এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে {মামলা নং ১(১২)২৪} শাহিনকে আদালতে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, গ্রেপ্তার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে। জাল টাকার উৎস উদঘাটন করতে তদন্ত চলমান রয়েছে।
আরো জানতে…….
কালীগঞ্জে পোষাক কারখানায় চাকরির আড়ালে গাঁজা ব্যবসা, নারী গ্রেপ্তার
কালীগঞ্জে মদ বিক্রেতা নারী গ্রেপ্তার
কালীগঞ্জে মাদকের দুই পাইকার আটক
কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কালীগঞ্জে মদ তৈরির ‘আস্তানা’ থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার, নারী গ্রেপ্তার
কালীগঞ্জে মদ তৈরির ‘আস্তানায়’ পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩
কালীগঞ্জে মাদক বিক্রেতা খোকন গ্রেপ্তার
কালীগঞ্জে মদ তৈরির কারিগর গ্রেপ্তার
কালীগঞ্জে পাইকারি ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার
কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু, মাদক সম্রাজ্ঞী রেহানা গ্রেপ্তার