গাজীপুর

কালীগঞ্জে মদ তৈরির ‘আস্তানা’ থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার, নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জে মদ তৈরির একটি ‘আস্তানায়’ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ। সে সময় মদ ব্যবসায়ী এক নারীকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ।

গ্রেপ্তার মদ ব্যবসায়ী ববি গোমেজ (৩৫)। তিনি দড়িপাড়া এলাকার উজ্জ্বল দরেজের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দু’জনেই মদ তৈরি ও বিক্রি করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দড়িপাড়া এলাকায় উজ্জ্বল দরেজ ও তার স্ত্রী মদ তৈরির আস্তানা গড়ে তুলেছে। দীর্ঘদিন যাবত তারা নির্বিঘ্নে ওই আস্তানায় দেশীয় মদ তৈরি করে বিক্রি করে আসছিলো। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তাদের আস্তানায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার এবং আরো প্রায় ৩০০ লিটার মদ তৈরির উপকরণ (জাওয়া) জব্দ করেছে পুলিশ। সে সময় মদ ব্যবসায়ী ববি গোমেজকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। জড়িত মদ ব্যবসায়ী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মদ ও উপকরণের বাজার মূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা সমপরিমাণ। গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হবে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

আরো জানতে…….

কালীগঞ্জে মদ তৈরির ‘আস্তানায়’ পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

কালীগঞ্জে মাদক বিক্রেতা খোকন গ্রেপ্তার

কালীগঞ্জে মদ তৈরির কারিগর গ্রেপ্তার

কালীগঞ্জে পাইকারি ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার

কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু, মাদক সম্রাজ্ঞী রেহানা গ্রেপ্তার

এরকম আরও খবর

Back to top button