কালীগঞ্জে মাদক বিক্রেতা খোকন গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে খোকন ভূঁইয়া (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তুমুলিয়া ইউনিয়নের পুইনারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খোকন ভূঁইয়া পুইনারটেক এলাকার আব্দুল বাতেন ভূঁইয়ার ছেলে। সে পেশাদার মাদক বিক্রেতা।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে বুধবার সন্ধ্যায় মাদক বিক্রেতা খোকন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আরো জানতে…….
কালীগঞ্জে মদ তৈরির কারিগর গ্রেপ্তার
কালীগঞ্জে পাইকারি ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার
কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু, মাদক সম্রাজ্ঞী রেহানা গ্রেপ্তার