কালীগঞ্জে পোষাক কারখানায় চাকরির আড়ালে গাঁজা ব্যবসা, নারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জে পোষাক কারখানায় চাকরির আড়ালে গাঁজা ব্যবসায় জড়িত মুক্তা বেগম (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) ভোরে পৌরসভার মুনসেফপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুক্তা বেগম টেকপাড়া এলাকায় আনোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী জামালপুর এলাকার রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তা বেগম হা-মীম গ্রুপের পোশাক কারখানায় চাকরির আড়ালে দীর্ঘদিন যাবৎ গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত। তার স্বামী সৌদি প্রবাসী। মুক্তা বেগম স্বামীর বাড়ির বদলে বাবার বাড়ি মুনসেফপুর টেকপাড়া সংলগ্ন কাউসার আলম বিন হাইয়ের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে চাকরির আড়ালে মাদক ব্যবসা অব্যাহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম শেখের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালিয়ে মুক্তা বেগমকে গ্রেপ্তার এবং ঘর তল্লাশি করে ৫০০ গাঁজা উদ্ধার করে জব্দ করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে {মামলা নং ২(১২)২৪}।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, গ্রেপ্তার গাঁজা ব্যবসায়ী মুক্তা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
আরো জানতে…….
কালীগঞ্জে মদ বিক্রেতা নারী গ্রেপ্তার
কালীগঞ্জে মাদকের দুই পাইকার আটক
কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কালীগঞ্জে মদ তৈরির ‘আস্তানা’ থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার, নারী গ্রেপ্তার
কালীগঞ্জে মদ তৈরির ‘আস্তানায়’ পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩
কালীগঞ্জে মাদক বিক্রেতা খোকন গ্রেপ্তার
কালীগঞ্জে মদ তৈরির কারিগর গ্রেপ্তার
কালীগঞ্জে পাইকারি ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার
কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু, মাদক সম্রাজ্ঞী রেহানা গ্রেপ্তার