কালীগঞ্জে মাদকের দুই পাইকার আটক
নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে পৌরসভার বাঙ্গাল হাওলা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলো, পৌরসভার বাঙ্গাল হাওলা এলাকার রহিম শেখ (৪৫) এবং একই এলাকার মৃত তোফাজ্জলের শেখের ছেলে আরাফাত শেখ (৩৫)। তারা দু’জন পাইকারি মাদক ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দু’জন দীর্ঘদিন যাবৎ দুর্বাটি ও বাঙ্গাল হাওলাসহ আশপাশের এলাকায় পাইকারি মাদক ব্যবসা করছে। মঙ্গলবার রাত ৯টার দিকে বাঙ্গাল হাওলা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। সে সময় মাদক বিক্রেতা আরাফাত শেখ ও রহিম শেখকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে আরাফাত শেখের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা এবং রহিম শেখের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, আটক দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আরো জানতে…….
কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কালীগঞ্জে মদ তৈরির ‘আস্তানা’ থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার, নারী গ্রেপ্তার
কালীগঞ্জে মদ তৈরির ‘আস্তানায়’ পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩
কালীগঞ্জে মাদক বিক্রেতা খোকন গ্রেপ্তার
কালীগঞ্জে মদ তৈরির কারিগর গ্রেপ্তার
কালীগঞ্জে পাইকারি ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার
কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু, মাদক সম্রাজ্ঞী রেহানা গ্রেপ্তার