ঈদ উপলক্ষে দেশজুড়ে মুক্তি পাচ্ছে ১১ সিনেমা
গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর। প্রস্তুতি ছিল এ দিন দেশজুড়ে মুক্তি পাবে ১৩টি সিনেমা। শেষ পর্যন্ত এ তালিকা থেকে সরে দাঁড়িয়েছে দুটি। উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে ১১টি সিনেমা।
সিনেমাগুলো হল- ‘রাজকুমার’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’, ‘কাজলরেখা’, ‘জ্বীন ২’, ‘আহারে জীবন’, ‘লিপস্টিক’, ‘সোনার চর’, ‘গ্রিন কার্ড’, ‘মায়া দ্য লাভ’ ও ‘মেঘনা কন্যা’।
এরমধ্যে হল সংখ্যা ও জনপ্রিয়তায় এগিয়ে আছে সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’। ১২৬টি হল পেয়েছে ছবিটি। ২১ হল পেয়ে এর পরের অবস্থানে আছে শরিফুল রাজ অভিনীত, ‘ওমর’। অন্যদিকে সিনেপ্লেক্সে রাজত্ব রাজ-বুবলী অভিনীত ‘দেয়ালের দেশ’-এর। এটি স্টার সিনেপ্লেক্সে ৭ টি শাখায় ১৬ টি শো পেয়েছে।
এদিকে মুক্তিপ্রতিক্ষীত সিনেমাগুলো ট্রেলার প্রকাশ করলেও করেনি ‘রাজকুমার’। তিনটি গান ও পোস্টার প্রকাশ করেই প্রচারণায় লাগাম টেনেছে ছবি সংশ্লিষ্টরা। তাই ট্রেলার ছাড়াই প্রেক্ষাগৃহে আসছে এ সিনেমা।