গাজীপুর

গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেলে দুদকের অভিযান

গাজীপুর কণ্ঠ ডেস্ক : চিকিৎসাসেবায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে মাইক্রোবাস ক্রয়, ভর্তিকৃত রোগীদের খাবার, ঔষধপত্র সরবরাহ এবং আউটসোর্সিংয়ে জনবল নিয়োগে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক টিম।

সোমবার (২৯ এপ্রিল) দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

দুদকের সমন্বিত জেলা গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ছিলেন সহকারী পরিচালক মো. মশিউর রহমান ও উপ-সহকারী পরিচালক প্রান্তিক সাহা।

দুদক সূত্রে জানা যায়, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে হাসপাতালের মরদেহ পরিবহনকারী গাড়ি ক্রয়ের পরিবর্তে মাইক্রোবাস ক্রয়, ভর্তিকৃত রোগীদের খাবার, ঔষধপত্র সরবরাহ এবং আউটসোর্সিং এ জনবল নিয়োগসহ অন্যান্য খাতে টেন্ডার প্রক্রিয়ার বিভিন্ন অনিয়মের অভিযোগ সংশ্লেষে প্রাথমিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এছাড়াও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পে আসবাবপত্র, যন্ত্রপাতি ও জমি ক্রয়সংক্রান্ত অভিযোগেরও প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। সংশ্লিষ্ট সকল রেকর্ড সংগ্রহ ও যাচাইপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে দুদক টিম।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, এনফোর্সমেন্ট ইউনিট অভিযান পরিচালনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক টিম। সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button