পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ট্রাফিকের দুই ইন্সপেক্টর প্রত্যাহার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পরিবহন থেকে প্রতি মাসে চাঁদাবাজির অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ট্রাফিক বিভাগের দুই ট্রাফিক ইন্সপেক্টরকে প্রত্যাহার করা হয়েছে।
তারা হলেন- মো. হোসেনুজ্জামান ও সাহাদাত হোসেন। তারা যথাক্রমে ট্রাফিক উত্তর বিভাগের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় কর্মরত ছিলেন।
জিএমপি ট্রাফিক পুলিশ সূত্র জানায়, ট্রাফিক ইন্সপেক্টর মো. হোসেনুজ্জামান ও মো. সাহাদাত হোসেনের বিরুদ্ধে বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে মাসিকভিত্তিক চাঁদাবাজির অভিযোগ ওঠে। প্রাথমিক অভিযোগ পেয়ে সোমবার রাতে তাদের জিএমপি সদর দফতরে প্রত্যাহার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, প্রাথমিক অভিযোগ পেয়ে তাদের দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: জাগোনিউজ