গাজীপুর

আবরার হত্যাকারীদের শাস্তির দাবিতে ডুয়েটে মানববন্ধন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের বিচারে দাবিতে মানববন্ধন করেছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্ররা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডুয়েটের প্রধান ফটকের সামনে শিববাড়ি-শিমুলতলী সড়কের পাশে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার, প্লেকার্ড নিয়ে শতাধিক ছাত্র অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র মো. ফয়সাল, সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র মো. সুজন সরকার, কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র মো. আশরাফুল ইসলাম, ইন্ডাট্রি অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩র্থ বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র মো. জাহাঙ্গীর আলম, সি ই বিভাগের ৩র্থ বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র মো. আলমগীর হোসেন ও রিদওয়ান, কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র মো. শাহেদ, ইইই বিভাগের দ্বিতীয় বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র মো. লিটন সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button