গাজীপুর

গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৭৫ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি দিয়েছে জেলা পরিষদ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার গরিব ও মেধাবী ৬৯১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে প্রায় ৭৫ লক্ষ টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেছে জেলা পরিষদ।

বৃহস্পতিবার সকালে মহানগরের বঙ্গতাজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে ওই চেক বিতরণ করা হয়।

গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান।

বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুর জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মো: আতাউল্লাহ মন্ডল, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন, জেলা পরিষদের প্যানাল চেয়ারম্যান এসএম মোকসেদ আলম, দিলরুবা ফাইজিয়া, জেলা পরিষদ সদস্য তাসলিমা আক্তার লাবলী, এইচএম আবু রকর চৌধুরী প্রমুখ।

আয়োজকরা জানান, জেলার গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রী যারা ২০১৮সালে এস.এস.সি এবং এইচ.এসসি পাশ করে বিভিন্ন কলেজ, বেসরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যায়ে ভর্তি হয়ে অধ্যায়ন করছে তাদের তিনটি ক্যাটাগরিতে মোট ৬৯১ জন ছাত্র ছাত্রীকে ৭৩ লক্ষ ৮৫ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এদের মধ্যে কলেজ পর্যায়ের প্রত্যেককে ১০ হাজার টাকা, স্মাতক পর্যায়ে ১২ হাজার এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button