আন্তর্জাতিক

পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ তুষারধসে নিহত ১৩০

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানে ভয়াবহ তুষারধস ও বরফগলা পানির স্রোতে গত কয়েক দিনে কমপক্ষে ১৩০ জনের প্রাণহানি ঘটেছে। খবর দ্য হিন্দু।

মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, টানা কয়েক দিন অতিরিক্ত তুষারঝড় এমন পরিস্থিতি সৃষ্টি হয়। পাকিস্তানে এখন পর্যন্ত ৯৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। একইভাবে আফগানিস্তানে নিহত হয়েছেন ৩৯ জন।

এর মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। তুষারধসে অঞ্চলটিতে নিহত হয়েছেন ৬২ জন, নিখোঁজ আছেন ১০ জন।

পাকিস্তানের দক্ষিণ-পূর্ব প্রদেশ বেলুচিস্তানে নিহত হয়েছেন ৩১ জন। প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। এ ছাড়া দেশের উত্তর পার্বত্য এলাকাসহ একাধিক এলাকায় মহাসড়ক বন্ধ রাখা হয়েছে।

এদিক ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে তুষারধসে ৩ ভারতীয় সেনাসহ ৮ জনের প্রাণহানি ঘটেছে। গত কয়েক দিন উত্তর কাশ্মীরে প্রবল তুষারপাত ঘটে। এতে নানা জায়গায় তুষারধসের খবর মিলেছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button