গাজীপুর

ধান গবেষণা চত্বরে ছবি তুলতে গিয়ে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জয়দেবপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে ছবি তুলতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ মে) দুপুরে এ ঘটনা ঘটেছে।

নিহত আল আমিন (১৯) মহানগরের চান্দনা এলাকার বাসিন্দা আক্তার আলীর ছেলে। আল আমিন স্থানীয় চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।

নিহতের ভগ্নিপতি ইকবাল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, শনিবার আল আমিন ও তার খালাতো ভাই শাকিল আহমেদসহ চারজন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বাড়াতে যায়। এ সময় চার-পাঁচজন ছিনতাইকারী প্রথমে তাদের নাম পরিচয় জানতে চায়। এরপর তাদের সঙ্গে যা যা আছে তা দিতে বলে। এক পর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এ সময় আল আমিন তাদের বাধা দিলে তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে শাকিলের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

আল আমিনের সঙ্গে থাকা বন্ধু মোমিনুল হক সংবাদ মাধ্যমকে বলেন, শনিবার আল আমিনসহ আমার চারজন ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বেড়াতে এবং ছবি তুলতে যাই। পরে সেখানে আমরা ছিনতাইকারীর কবলে পড়ি। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন আহত হয়।

গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাফিউল করিম রাফি সংবাদ মাধ্যমকে জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আল আমিন। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এরকম আরও খবর

Back to top button