সারাদেশ
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এনায়েত হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার বারানখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত এনায়েত হোসেন বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামের বাসিন্দা। তিনি ডাকাত সর্দার। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে বোয়ালমারী থানার ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।