কাপাসিয়ায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ নিহত ৩
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক কৃষি কর্মকর্তাসহ তিন জন নিহত হয়েছে। এতে তিন জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়ার বীরউজলী দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তরগাঁও গ্রামের মোসলেউদ্দীনের ছেলে কাপাসিয়া উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলাম (৩৩)। আড়ালিয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে সোহেল মিয়া (৫০), তার মেয়ে রুমা (৫)।
আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কাপাসিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম এবং স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বীরউজলী দীঘিরপাড় এলাকায় জলসিঁড়ি পরিবহনের কিশোরগঞ্জগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশার ছয় ছাত্রী আহত হয়। এ সময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে একজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, গুরুতর অবস্থায় দুই জনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।