জয়দেবপুরে তেলবাহী ট্রেনের সঙ্গে কমিউটার ট্রেনের সংঘর্ষ, চালকসহ আহত ৪
গাজীপুর কণ্ঠ ডেস্ক : জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ আউটার সিগন্যাল দাঁড়িয়ে থাকা তেলবাহী ওয়াগন ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ সময় যাত্রীবাহী ট্রেনের পাঁচটি এবং তেলবাহী ওয়াগনের কয়েকটি বগি লাইনচ্যুত এবং চারজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ মে) বেলা ১০টা ৫০ মিনিটের দিকে দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এরপর থেকে জয়দেবপুর জংশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিম রুটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
সংবাদ মাধ্যমকে সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার।
জয়দেবপুরের রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া বলেন, ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ও তেলবাহী ওয়াগন ট্রেনের সংঘর্ষ হয়েছে। সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় কমিউটার ট্রেনটিতে যাত্রী কম ছিল। এ কারণে হতাহত মানুষের সংখ্যা কম হয়েছে। কমিউটার ট্রেনের লোকোমাস্টারসহ (ট্রেনের চালক) চারজন আহত হয়েছেন।
তিনি আরো বলেন, সিগন্যালম্যানের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকারী ট্রেন এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, আহত চারজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনা কারণ তদন্তের জন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটির গঠন করা হয়েছে। ঘটনার পর থেকে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন যাত্রা বিরতি করা হয়েছে। দ্রুত উদ্ধার প্রক্রিয়া শুরু করতে পদক্ষেপ নেওয়ার জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।