কালীগঞ্জে যুবলীগ নেতার অফিসে মাদকের আসর, ৪০ লাখ টাকার হেরোইন উদ্ধার!

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে এক যুবলীগ নেতার ব্যক্তিগত অফিসে মাদকের আসর চলাকালে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সময় এনামুল ভূঁইয়া (৪০) নামে একজনের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকার মাদকদ্রব্য হেরোইন জব্দ করা হয়েছে।
শনিবার দিবাগত মধ্যরাতে বক্তারপুর ইউনিয়নের রাজনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানা পুলিশ।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এনামুল ভূঁইয়াকে আদালতে পাঠানো হয়েছে। অন্য চারজনকে মোবাইল কোর্টে দুই হাজার দুইশত টাকা করে জরিমানা করা হয়েছে।
গ্রেপ্তার এনামুল ভূঁইয়া উত্তর খৈকড়া এলাকার মৃত সাহেব আলীর ছেলে। সে এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
অন্য চারজন হলো, দুর্বাটি এলাকার আমজাদ হোসেনের ছেলে রাসেল (২৫), দক্ষিণ চুয়ারি খোলা এলাকার মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ হারেসুল ইসলাম (২১), একই এলাকার মৃত রশিদ খানের ছেলে হিরন খাঁ (২৫) এবং উত্তর রাজনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে ছানাউল্লাহ (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে বক্তারপুর ইউনিয়নের উত্তর রাজনগর এলাকায় (নয়াবাজার) অবস্থিত বক্তারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মাসুমের ব্যক্তিগত অফিসে মাদকের আসর চলছিলো। সে সময় গোপনে এ সংবাদ পৌঁছে যায় পুলিশের কাছে। পরে দিবাগত রাত ১টার দিকে ওই অফিসে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ পাঁচজনকে আটক করতে পারলেও অফিসের মালিক মাসুমসহ আরো কয়েকজন পালিয়ে যায়। সে সময় সকলেই মাদক সেবন করছিল। পরে একে একে সকলের দেহ তল্লাশি করে পুলিশ। এর মধ্যে এনামুল ভূঁইয়ার দেহ তল্লাশির সময় ৪০ পুড়িয়া হোরোইন (মোট ৪০০ গ্রাম)পাওয়া যায়। পরে তা উদ্ধার করে জব্দ করা হয়। রোববার দুপুরে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লিটন বাদী হয়ে গ্রেপ্তার এনামুল ভূঁইয়ার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে আটক বাকি চারজনকে মোবাইল কোর্টে হাজির করলে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া তাদের প্রত্যেকে দুই হাজার দুইশত টাকা করে মোট ৮ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন।
বক্তারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মাসুমের বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া গেছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লিটন বলেন, শনিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে এনামুল ভূঁইয়াকে ৪০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের মোবাইল কোর্টে হাজির করলে বিচারক তাদের কাছ থেকে জরিমানা আদায় করেন।
আরো জানতে……
কালীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার: গ্রেপ্তার ১
কালীগঞ্জে ৪০ লাখ টাকা মূল্যমানের হেরোইনসহ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেফতার
কালীগঞ্জে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার: গ্রেফতার ৪
কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ মদ তৈরীর উপকরণ ও চোলাই মদ উদ্ধার: গ্রেফতার ২
কালীগঞ্জে ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২
কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে খাটের নিচে মিলল বিদেশী বিয়ার, গ্রেপ্তার ১
কালীগঞ্জে মদ তৈরির কারখানায় অভিযান: ৩’শ লিটার চোলাই মদ উদ্ধার, নারী আটক