কালীগঞ্জে ৪০ লাখ টাকা মূল্যমানের হেরোইনসহ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেফতার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে শাহাদাৎ হোসেন শাকিল (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত মধ্যে রাতে পৌরসভার পশ্চিম বালীগাঁও বড়বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার ও হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার শাহাদাৎ হোসেন শাকিল পশ্চিম বালীগাঁও বড়বাড়ি এলাকার কফিল উদ্দিনের ছেলে।
এ ঘটনায় রাত সোয়া দুইটার দিকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন {মামলা নাম্বার ১৩(২)২২}।
পুশিল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্যে রাত ১২টার দিকে কালীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান খানের নেতৃত্বে মাদক উদ্ধারে পশ্চিম বালীগাঁও বড়বাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সময় ওই এলাকার মহসিনের দোকানের সামনে থেকে শাহাদাৎ হোসেন শাকিলকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পুড়িয়ায় থাকা ৪০৫ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। জব্দ করা হেরোইনের বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান খান জানান, বুধবার দিবাগত মধ্যে রাতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে বালীগাঁও এলাকা থেকে শাহাদাৎ হোসেন শাকিল নামে এক মাদক ব্যবসায়ীকে ৪০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য : এর আগে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর নাগরী ইউনিয়নের মধ্য পানজোড়া থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার এবং চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল থানা পুলিশ।
আরো জানতে………
কালীগঞ্জে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার: গ্রেফতার ৪