জামিনে কারা মুক্ত হলেন বিএনপি নেতা ফজলুল হক মিলন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।
দীর্ঘ ০৪ মাস ১৭দিন কারাবাসের পর মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পৌণে সাতটার দিকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারা মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ফজলুল হক মিলনের ব্যক্তিগত আইনজীবী পারভীন আক্তার।
উল্লেখ্য: ২০১৮ সালের ১৩ ডিসেম্বর নির্বাচনে প্রার্থীদের প্রচারাভিযানের মাঝ থেকে পুলিশ গাজীপুর-৫ আসনে বিরোধীদল বিএনপির প্রার্থী একেএম ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করেছিল।
গাজীপুরের পুলিশ সুপার তখন জানিয়েছিলেন, ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বর্তুল এলাকায় নিজ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়।
ফজলুল হক মিলন বিএনপির একজন সাবেক সাংসদ।
ঢাকার বিভিন্ন থানার সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এ সংক্রান্ত আরো জানতে………
গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী ফজলুল হক মিলন আটক
পুলিশের উপর হামলার মামলায় মিলনকে গ্রেফতার দেখানোর নির্দেশ