গাজীপুর

গাজীপুরে নতুন করে আরও ৫১ জন শনাক্ত, মৃত্যু ১

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরে নতুন করে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৫১ জন। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। এ নিয়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৫২ জন।

মঙ্গলবার (৪ মে) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ৩৩৪ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৬.৫৪ শতাংশ। এ সময়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৬ হাজার ৬৫৮ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১০ হাজার ৫৫২ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ১৯০ জন। মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৭৯৩ জন।

আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৩৫ জন, কালিয়াকৈরে ৮ জন, শ্রীপুরে ৪ জন, কালীগঞ্জে ৩ জন এবং কাপাসিয়ায় ১ জন।”

”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৬ হাজার ৯৪৫ জন। এছাড়াও কালিয়াকৈরে ১ হাজার ৯৫ জন, শ্রীপুরে ১ হাজার ৪১ জন, কালীগঞ্জে ৭৯৬ জন এবং কাপাসিয়ায় ৬৭৫ জন।”

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button