বৃষের অর্থপ্রাপ্তি, কন্যার স্ত্রীর ভ্রমণ যোগ আছে
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : আয় বাড়বে। মায়ের স্বাস্থ্যের অবনতি হবে। স্নায়ু পীড়া থাকবে।
তুলা : সংসারের কাজে কিছুটা বাধা আসবে। আয় থেকে ব্যয় বেশি।
বৃষ : অর্থপ্রাপ্তি যোগ আছে। চর্মরোগে অশান্তি বাড়বে। স্ত্রীর সামান্য আয় বাড়তে পারে।
বৃশ্চিক : স্বল্প ভ্রমণ ব্যয় বহুল হবে। চর্মরোগ জটিল আকার ধারণ করবে। কাজের জন্য বাড়ি ছাড়তে হবে।
মিথুন : ঠান্ডাজনিত রোগ বাড়বে। বিদেশ ভ্রমণ শুভ হবে। সামান্য অর্থ সঞ্চয় হতে পারে।
কর্কট : সহসা দূর দেশ ভ্রমণ যোগ আছে। কাজে মন্দাভাব বিরাজ করবে।
সিংহ : ঠান্ডাজনিত রোগ বাড়বে। ভ্রমণ শুভ হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে।
কন্যা : সন্তানের বিদেশ যাত্রা যোগ আছে। স্ত্রীর ভ্রমণ যোগ আছে।
ধনু : ব্যবসার জন্য বিদেশ গমন করতে হবে। আয় নেই, ব্যয় বাড়বে। কর্মক্ষেত্রে কর্মচারীদের সহযোগিতা পাওয়া সহজ হবে।
মকর : গায়ের ব্যথা দূর হবে না। স্বল্প ভ্রমণ যোগ আছে। সন্তানের বিদেশ যাত্রা হবে।
কুম্ভ : স্নায়ু ও হৃদরোগ বাড়তে পারে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। ঠান্ডাজনিত রোগ আক্রমণ করতে পারে।
মীন : ব্যবসায় স্ত্রীর লাভ হবে। নিজে গৃহে বন্দি জীবন। কাজে ব্যয় বাড়বে।