আলোচিত

এশিয়াকে সহসাই ছাড়বে না করোনা : ডব্লিউএইচও

গাজীপুর কণ্ঠ ডেস্ক : এশিয়ায় করোনাভাইরাস মহামারি শেষ হতে এখনো অনেক দেরি মন্তব্য করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলেছেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে করোনাভাইরাস মহামারির এখনই ‘ইতি’ ঘটবে না। তারা বলেন, এ অঞ্চলে নেয়া পদক্ষেপগুলো শুধু ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করছে। এতে শুধু গণসংক্রমণ ঠেকানোর জন্য প্রস্তুত হওয়ার সময় পাওয়া যাচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাই ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘আমি স্পষ্টভাবে বলি। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ মহামারি শেষ হতে এখনো বহু দেরি। এটি দীর্ঘ সময়ের এক যুদ্ধ হতে যাচ্ছে এবং আমরা কিছুতেই অসতর্ক হতে পারি না। বড় ধরনের গণসংক্রমণ রোধ করতে সব দেশকে প্রস্তুত হতে হবে।’

সেসব দেশে আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে, তারা অসতর্ক হলে আবারও ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হতে পারে বলে হুঁশিয়ারি জানান কাসাই।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন প্রায় ৮ লাখ। মারা গেছেন ৩৮ হাজার ৭২১ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর এ ভাইরাসে মারা গেছেন ৫ জন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button