কালীগঞ্জে একের পর এক উস্কানি ও হুমকি, এবার আরেক নেতাকে তলব
নিজস্ব সংবাদদাতা : গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপির পক্ষে থাকা নেতা-কর্মীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর উদ্দেশ্যে একেরপর এক হুমকি ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির উদ্দিন স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে বিদ্বেষপূর্ণ, উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।
এ বিষয়ে শুক্রবারের (৮ ডিসেম্বর) মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির উদ্দিনের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছেন গাজীপুর-৫ এলাকার নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান ও সিনিয়র সহকারী জজ-৫ আদালতের বিচারক আলিফ রহমান।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সংশ্লিষ্ট দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৩০ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও নির্বাচিত কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেনের উপস্থিতিতে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানকে উদ্দেশ্য করে বিদ্বেষপূর্ণ, উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য এবং হুমকি দেয় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির উদ্দিন। যা নির্বাচন আচরণ বিধিমালা পরিপস্থি ও আচরণবিধি অনুযায়ী ‘নির্বাচন পূর্ব অনিয়ম’ হিসেবে গণ্য হবে।
অনুসন্ধান কমিটির চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৯ নভেম্বর গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানের দায়ের করা অভিযোগে দেখা যায় যে, গত ২৯ নভেম্বর গত ৩০ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও নির্বাচিত কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেনের উপস্থিতিতে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানকে উদ্দেশ্য করে বিদ্বেষপূর্ণ, উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য এবং হুমকি প্রদান করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির উদ্দিন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(ক) ধারার সুস্পষ্ট লংঘন। অভিযোগের বিষয়ে তদন্ত করে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎমর্মে আগামী ৮ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে স্ব-শরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হলো।
উল্লেখ্য: ইতিপূর্বেও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবু বকর চৌধুরী এবং বক্তারপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার ইকবাল হোসেন সারোয়ারের বিরুদ্ধেও উস্কানিমূলক বক্তব্য ও হুমকি দেয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান। পরবর্তীতে তাদের দু’জনকে তলব করে নির্বাচনের অনুসন্ধান কমিটি। পরে তারা দু’জনেই ৬ ডিসেম্বর কমিটির সামনে স্ব-শরীরে হাজির হয়ে অভিন্ন ভাষায় দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও তারা ভবিষ্যতে নির্বাচন আচরণ বিধিমালা পালনে আরো সতর্ক থাকবেন বলে অঙ্গীকার করেছেন।
আরো জানতে……
গাজীপুর-৫: ব্যাংকে কোন টাকা নেই আখতারউজ্জামানের, স্ত্রীর আছে কোটি টাকা
কালীগঞ্জে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য, আ.লীগের সাধারণ সম্পাদককে তলব
কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীকে হুমকি ও উস্কানি, মেম্বারকে তলব
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১২ প্রার্থীকে শোকজ
কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান
নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহের আফরোজ চুমকি
গাজীপুর-৫ আসনে মনোনয়ন সংগ্রহ করেছে ৮ প্রার্থী
স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আখতারুজ্জামান, নৌকার প্রার্থী চুমকি
গাজীপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যাঁরা