স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আখতারুজ্জামান, নৌকার প্রার্থী চুমকি
নিজস্ব সংবাদদাতা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। এ আসনে নৌকার প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (এমপি)।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুর-৫ আসনের নির্বাচনী কার্যালয় থেকে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর বাইপো সুপ্রিম কোর্টের আইনজীবী রায়হান কবির ও কর্মী-সমর্থকরা। এর আগে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে দলীয় নেতা-কর্মীরা আওয়ামী লীগের দলীয় প্রার্থী মেহের আফরোজ চুমকি’র (এমপি) পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জানা গেছে, সোমবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা.আলম খান মিলন দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি-সংলগ্ন শহিদ মিলন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ মাধ্যমকে বলেন, দলীয় প্রতীক নৌকা পাওয়া প্রার্থীর পাশাপাশি দলের যেকোনো নেতা বা যেকোনো ব্যক্তিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়ার যে অনুমতি দেওয়া হয়েছে তা আওয়ামী লীগের কৌশলগত সিদ্ধান্ত। সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করে এগোচ্ছে আওয়ামী লীগ। নেত্রীর গাইডলাইন ফলো করে ডামি প্রার্থী হতে বাধা নেই। এর আগে ২৬ নভেম্বর সকালে তিন সহস্রাধিক মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দ্বাদশ সংসদ নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখার নির্দেশ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। নির্বাচন যেন প্রতিযোগিতামূলক হয় সেজন্য দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যেকোনো নেতা বা ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন বলে অনুমতি দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের কর্মী-সমর্থকরা জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাজীপুর-৫ আসন থেকে নৌকার মাঝি হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর-৫ আসনে মনোনয়নপত্র তুলেছেন তিনি। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক থাকলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান বিপুল ভোটে জয়ী হবেন।
উচ্ছ্বসিত মেহের আফরোজ চুমকি’র সমর্থকেরা
গাজীপুর-৫ আসনটিতে চতুর্থবারের মতো আওয়ামী লীগ প্রার্থী হিসেবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে বেছে নিয়েছে। এবারও মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত তাঁর অনুসারীরা। টানা তিনবারের এই সংসদ সদস্য চতুর্থবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন নেতা-কর্মীরা।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরী বলেন, চতুর্থবারের মতো গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকিকে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়ায় এ আসনের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই মিলে নৌকার মাঝির পক্ষে কাজ করে বিজয়ী করে আনব। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে দলীয় নেতা-কর্মীরা আওয়ামী লীগের দলীয় প্রার্থী মেহের আফরোজ চুমকি’র (এমপি) পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার কালীগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এরপর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দলীয় মনোনয়ন না পেয়ে যারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাঁদের বিষয়ে তিনি বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোনো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস দেখতে চান না তিনি। সব আসনেই নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থীর পছন্দের কেউ একজন যেন ‘ডামি (বিকল্প)’ প্রার্থী থাকে। কিন্তু কেউ কেউ এটার অপব্যাখ্যা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। আমরা নিজের দলের কারো সঙ্গে নয়, বরং বিএনপি’র সঙ্গে ময়দানে খেলার জন্য প্রস্তুত রয়েছি। তবে দলের কেউ যদি বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়, তাহলে ভোটের মাধ্যমেই তাদের সঙ্গে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিবো।
গাজীপুর-৫ আসনের নির্বাচনী কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর-৫ আসন থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেহের আফরোজ চুমকি (আওয়ামী লীগ), আখতারুজ্জামান (স্বতন্ত্র), উর্মি (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. আল আমিন দেওয়ান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) এবং মো. সোহেল মিয়া (গণফোরাম)।
উল্লেখ্য : তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করতে হবে ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। আর প্রচার শেষ করতে হবে ভোটের ৪৮ ঘণ্টা আগে। ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর-৫ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৫৫৬ জন। তাঁদের জন্য মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১২৪ টি।
আরো জানতে……….
গাজীপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যাঁরা