কালীগঞ্জের তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, তিনজনকে ১৫ দিনের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জের পৃথক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা এবং পিকনিকের নামে উচ্ছৃঙ্খলতা করার দায়ে ৩ ব্যক্তিকে জরিমানা এবং তিনজনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) কালীগঞ্জের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়েই ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল খুলে সেবা দেয়ার নাম করে অতিরিক্ত মূল্যে বিভিন্ন পরীক্ষা করে আসছিল কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল, জামালপুর বাজারের আয়েশা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল ও নুবাহ জেনারেল হাসপাতাল। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে একাধিকবার অভিযান পরিচালনা করে এবং চিঠি দিয়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হলে তা অমান্য করেই প্রতিষ্ঠানের মালিকপক্ষ কার্যক্রম অব্যাহত রেখেছিল।
মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়ার নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্থিতে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। সে সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনছর ২০০৯ এর-৫৩’ ধারায় এবং ‘দি মেডিকেল প্রাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি অর্ডিন্যান্স ১৯৮২ এর-৯’ ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে। এরমধ্যে জামালপুর বাজারের আয়েশা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতলের লাইসেন্স না থাকায় এবং চিকিৎসকদের নামের পাশে অতিরঞ্জিত তথ্য প্রচারের দায়ে ৫০ হাজার টাকা ও একই এলাকার নুবাহ জেনারেল হাসপাতালের লাইসেন্সের মেয়াদ ২০২০ সালে উত্তীর্ণ হলেও তা নবায়ন না করেই এবং চিকিৎসকদের নামের পাশে অতিরঞ্জিত তথ্য প্রচারের দায়ে ১ লাখ টাকা জরিমানা এবং কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্সের মেয়াদ ২০২১ সালে উত্তীর্ণ হলেও তা নবায়ন না করেই সেবা দেয়ার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মনজুর-এ-এলাহী বলেন, উক্ত প্রতিষ্ঠান যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীতই কার্যক্রম পরিচালনা করার অভিযোগে পূর্বে একাধিকবার তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা এবং চিঠি দিয়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশা দেয়া হয়েছিল। এরপরও তারা নির্দেশনা অমান্য করেই প্রতিষ্ঠান খোলা রেখে সেবা দেয়া অব্যাহত রাখে। এমন তথ্য পেয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি আরো বলেন, জামালপুরে অভিযানের খবর পেয়ে মোক্তারপুর এলাকায় গড়ে উঠা নোয়াপাড়া পপুলার হাসপাতাল বন্ধ করে পালিয়ে যায় মালিক পক্ষ। তাই তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া যায়নি। স্বাস্থ্য বিভাগের পক্ষএ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অপরদিকে মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, পূবাইলের নোয়ানীপাড়াসহ আশপাশের এলাকা থেকে একদল তরুণ-তরুণী ট্রলারযোগে নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকা গিয়ে পিকনিকের নামে অশ্লীল নাচ-গান পরিবেশন ও উচ্ছৃঙ্খলতা করার দায়ে ‘দণ্ডবিধি ১৮৬০ এর ২৯৪’ ধারায় তিন জনকে সাত হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা জরিমানা এবং তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
দণ্ডপ্রাপ্তরা হলো, নারায়ণগঞ্জের আড়াইহাজারের তালতলা এলাকার জহিরুলের ছেলে নদী আক্তার (২০), পূবাইলের নোয়ানীপাড়া এলাকার তাজউদ্দিনের ছেলে মনির ভূঁইয়া ও সোড়ল এলাকার আবু বক্করের ছেলে আশিকুর রহমান।
যাদের জরিমানা করা হয়েছে তারা হলো, নোয়ানীপাড়া নজরুলের ছেলে জাহিদ (২২), রফিকুলের ছেলে সামসুল (১৯) এবং সামসুলের ছেলে ইলিয়াস (১৮)।
আরো জানতে….
কালীগঞ্জে মেয়াদ উত্তীর্ণ নথিপত্রে পরিচালিত হাসপাতালে নবজাতকের মৃত্যু!
কালীগঞ্জে প্রসূতির মৃত্যু: ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন
কালীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, লাখ টাকায় রফাদফা!
‘উলুখোলা মর্ডান ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’ বন্ধ করে দিয়েছে প্রশাসন
কালীগঞ্জে সন্তান ভূমিষ্টের পরেই উধাও, একদিন পর উদ্ধার: তদন্ত কমিটি গঠন!
কালীগঞ্জে প্রসূতির মৃত্যু: কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ এবং ঘটনার আদোপান্ত
কালীগঞ্জে প্রসূতির মৃত্যু: সেই মাসুদসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ
কালীগঞ্জে প্রসূতির মৃত্যু: হাসপাতালের পরিচালক বন্যাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
কালীগঞ্জে ‘অ্যানেস্থেসিয়া’ চিকিৎসক দিয়ে সিজারিয়ান, প্রসূতির মৃত্যু: ৬ জন গ্রেপ্তার
কালীগঞ্জে ‘অ্যানেস্থেসিয়া’ চিকিৎসক দিয়ে সিজারিয়ান, প্রসূতির মৃত্যু: ছাড়পত্রে জালিয়াতি!