‘উলুখোলা মর্ডান ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’ বন্ধ করে দিয়েছে প্রশাসন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের নাগরী ইউনিয়নের উলুখোলা বাজারে অনুমোদন বিহীন গড়ে ওঠা ‘উলুখোলা মর্ডান ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই প্রতিষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আক্তার।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আক্তার বলেন, ‘কোন ধরনের লাইসেন্স ছাড়াই অনুমোদন বিহীন ভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিল ‘উলুখোলা মর্ডান ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’। এমন সংবাদে বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে এর সত্যতা পাওয়া যায়। প্রতিষ্ঠানের কর্মকর্তারা ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার পরিচালনার জন্য কোন ধরনের লাইসেন্স বা অনুমোদনপত্র দেখাতে পারেনি। সে সময় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে মুচলেকা নিয়ে ‘উলুখোলা মর্ডান ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে’।
আরো জানতে…..
কালীগঞ্জের উলুখোলায় ‘অনুমোদন বিহীন’ বালু ভরাট, এক লাখ টাকা জরিমানা