কালীগঞ্জে অজ্ঞাত এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের পাড়াবথা এলাকায় থাকা পূর্বাচল উপ-শহরের ২৫ নম্বর সেক্টর থেকে অজ্ঞাত এক কিশোরের(১৭) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে লাশটি উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পাড়াবথা এলাকায় পূর্বাচল উপ-শহরের ২৫ নম্বর সেক্টরের ৩৩ নম্বর প্লট সংলগ্ন নির্জন এলাকায় একটি ড্রেনে অজ্ঞাত কিশোরের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পে খবর দেয়া হয়। বিকেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মধুসূধন পান্ডে বলেন, বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে নিহত কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত নিহতের পরিবার শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পড়নে ব্লু রংয়ের প্যান্ট এবং গ্রে রংয়ের হুডি জ্যাকেট ছিল। তার বয়স আনুমানিক ১৭।
আরো জানতে…….
কালীগঞ্জে অজ্ঞাত যুবককে গলা কেটে হত্যা!
প্লট বিক্রির টাকা ভাগাভাগির জেরে পূর্বাচলে খুন হয় ব্যবসায়ী মজিবর: পিবিআই
পূর্বাচলের ২৪ নং সেক্টরের গজারী বন থেকে জমি ব্যবসায়ীর লাশ উদ্ধার