কালীগঞ্জে অজ্ঞাত যুবককে গলা কেটে হত্যা!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে পূর্বাচল উপ-শহরের ২৬ নাম্বার সেক্টর থেকে অজ্ঞাত (৩২) এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই যুবককে গলা কেটে হত্যার পর পালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ”নাগরী ইউনিয়নের পূর্বাচল উপ-শহরের ২৬ নাম্বার সেক্টরে নির্মাণাধীন ২০২ নাম্বার সড়কের ৫৮নং ব্রিজ এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে রাত সাড়ে এগারোটার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সড়কের দুই পাশে জঙ্গল থাকায় জনমানবহীন ওই এলাকায় অজ্ঞাত যুবককে নিয়ে গলা কেটে হত্যার পর লাশ ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।”
এসআই জাকির হোসেন আরো জানান, ”নিহতের পড়নে সাদা লুঙ্গি ও খয়েরি রঙের ফুলহাতা চেক শার্ট রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য: এর আগে ২০২০ সালের ২৯ ডিসেম্বর দুপুরে পূর্বাচল উপ-শহরের ২৪ নং সেক্টরের একটি গজারী বন থেকে মুজিবুর রহমান (৫০) নামে এক জমি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছিল কালীগঞ্জ থানা পুলিশ।
আরো জানতে…
পূর্বাচলের ২৪ নং সেক্টরের গজারী বন থেকে জমি ব্যবসায়ীর লাশ উদ্ধার