পূর্বাচলের ২৪ নং সেক্টরের গজারী বন থেকে জমি ব্যবসায়ীর লাশ উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূর্বাচল উপ-শহরের ২৪ নং সেক্টরের একটি গজারী বন থেকে মুজিবুর রহমান (৫০) নামে এক জমি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম।
নিহত মুজিবুর খিলক্ষেত থানার বেলনা এলাকার আসি উদ্দিনের ছেলে। সে পূর্বাচল উপ-শহরে জমি ব্যবসা করতো।
নিহতের ভাই রুহুল আমিন বলেন, ‘মুজিবুর রহমান সোমবার দুপুর ১২ টার দিকে পূর্বাচল উপ-শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়ি ফিরেনি। মঙ্গলবার দুপুরে পূর্বাচল উপ-শহরের ২৪ নং সেক্টরের গজারী বন থেকে লাশ উদ্ধারের খবর পেয়ে এসে তার লাশ শনাক্ত করি। মুজিবুর পূর্বাচল উপ-শহরে জমি ব্যবসা করতো।’
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, ‘কালীগঞ্জ থানা এলাকায় পূর্বাচল উপ-শহরের ২৪ নং সেক্টরে গজারী বনের ভেতর একটি লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। এরপর দুপুর ২ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার স্বজনরা এসে লাশ শনাক্ত করে। নিহতের পায়ের আঙ্গুল কাটা ছিলো।’
তিনি আরো বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’