যুবলীগ সভাপতির হাত ধরে উধাও দুই সন্তানের জননী!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বরগুনার পাথরঘাটা উপজেলায় রাসেল চাপরাশি নামের এক যুবলীগ নেতার হাত ধরে দুই সন্তানের জননী রুশিয়া বেগম পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী খলিলুর রহমান প্রথমে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি ও পরে পাথরঘাটার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুব্রত মল্লিকের আদালতে মামলা দায়ের করেন।
আদালতে মামলা করায় রাসেল চাপরাশি হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন মামলার বাদী খলিলুর রহমান।
দুই সন্তানের জনক রাসেল চাপরাশি পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও একই এলাকার মৃত মিন্টু চাপরাশির ছেলে।
মামলার বাদী খলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে রাসেলের সাথে রুশিয়ার পরকীয়া চলছিল। গত বছরের ২৯ ডিসেম্বর রাসেল রুশিয়াকে পালিয়ে নিয়ে গিয়ে পাশের তালতলী উপজলায় ছয় দিন ছিল। পরে তালতলী উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে রুশিয়াকে বাড়িতে নিয়ে আসা হয়।’
ওই গৃহবধূর স্বামী বলেন, ‘আমার দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাকে (রুশিয়া বেগম) ঘরে তুলে নেই। কিন্তু পরকীয়ার টানে আবারও গত ৭ জানুয়ারি সন্ধ্যায় রাসেল ও রুশিয়া পালিয়ে যায়।’
খলিলুর রহমান অভিযোগ করেন, ‘আমার স্ত্রীকে ফুসলিয়ে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য রাসেলকে আসামি করে মামলা করায় সে গতকাল শনিবার বিকেলে আমার ঘরে এসে ভাংচুর চালায়। আর বলে, আমি যদি মামলা তুলে না নেই তবে আমাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে।’
তবে এ অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা রাসেল বলেন, ‘আমি খলিল মিস্ত্রির বউকে নিয়ে যাইনি। রুশিয়ার সাথে আমার কথা হয়েছে, সে তার বাবার বাড়ি তালতলী এলাকার পনু খলিফার কাছে আছে। আমার বিরুদ্ধে আমার চাচারা খলিল মিস্ত্রির সাথে মিলে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।’
এ বিষয় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, ‘রাসেলের বিরুদ্ধে থানায় রুশিয়ার স্বামী খলিল সাধারণ ডায়েরি করে। পরে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও দায়ের করেছে।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘রাসেল চাপরাশির বিরুদ্ধে থানায় মাদকসহ অনেক মামলা রয়েছে।’