শিক্ষা

কাপাসিয়া উপজেলার ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা-২০১৯’ নির্বাচিত মোছলিমা আক্তার সুইটি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের ১০২ নং পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছলিমা আক্তার সুইটি চলতি ২০১৯ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কাপাসিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা পদক- ২০১৯ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচনের জন্য গত ৬ নভেম্বর ২০১৯ (বুধবার) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১১টি ইউনিয়নের ৮ টি ক্লাস্টারের বাছাইকৃত প্রধান শিক্ষকদের মধ্যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত বাছাই কমিটি মোসলিমা আক্তার সুইটিকে কাপাসিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসাবে নির্বাচিত করেছেন। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন-২০১৯ এর বাছাই কমিটির সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আব্দুর রহিম, কাপাসিয়া থানার এস আই মোঃ রমজান আলী, বাংলাদেশ স্কাউট কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বকুল, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম প্রমূখ।

মোছলিমা আক্তার ১৯৯৮ সালে পাক বাঘিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করে শিক্ষকতা জীবন শুরু করেন। ২০০১ সালে নাশেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে বারিষাব ইউনিয়নের ১৩৯ নং বারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। ২০০৯ সালে বর্তমান কর্মস্থল পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

আগামী ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার গাজীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন বাছাই পরীক্ষা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে তিনি অংশ গ্রহন করবেন।

মোছলিমা আক্তার সুইটি ২০১৮ সালে কাপাসিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া চলতি বছর ২০১৯ সালে তাঁর প্রতিষ্ঠান ১০২ নং পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ড লাভ করে। তিনি ছিলেন বৃটিশ কাউন্সিলের স্কুল প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর। পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রতিষ্ঠান প্রধান হিসেবে মুছলিমা আক্তার সুইটি বৃটিশ কাউন্সিল থেকে ঢাকার হোটেল রেডিসনে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সনদপত্র লাভ করেন। তিনি কাপাসিয়া উপজেলার বাংলা বিষয়ের একজন ট্রেইনার।

উল্লেখ, মোছলিমা আক্তার সুইটি বাঘিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মোতালিব মাষ্টারের চতুর্থ সন্তান। তাঁর বড় দুই বোন মনিরাতুল আলম ও নাসরিন আন্জুমান রুনি গাজীপুরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক। তারাগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও বিশিষ্ট লেখক, সাংবাদিক শামসুল হুদা লিটন তাঁর স্বামী।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button