কর্মক্ষেত্রে সাফল্য পাবে মেষ, সামাজিক সম্মান বাড়বে কর্কটের
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কর্মক্ষেত্রে সাফল্য। পরিবারের পরিবেশ শান্তিময়। ঊর্ধ্বতনদের খুশি করতে পারবেন। ব্যবসায় অগ্রগতি হবে এবং বকেয়া টাকা আদায় করতে পারবেন।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কাজে ও ব্যবসায় এই সৌভাগ্যশালী নক্ষত্রদের জন্য উপকৃত হবে। কোনও প্রমোদ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। অর্থনাশ।
মিথুন: (২২মে – ২১ জুন)
মানসিক দুশ্চিন্তাও ভোগাতে পারে। কর্মযোগে সহকারীদের সমালোচনা। ধর্মীয়, সামাজিক অথবা নীতিমূলক বিষয়গুলিতে লিপ্ত হতে পারেন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কাজগুলি সময়ে শেষ করতে পারবেন। ভ্রমণের যোগ রয়েছে। কোনও ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। সামাজিক সম্মান বৃদ্ধি।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মযোগে ভুল বোঝাবুঝি। স্বাস্থ্যহানি ঘটাতে পারে। কোনও কারনে মনে মনে আপনাকে অপরাধ বোধ ভোগাতে পারে।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
ধর্মীয়স্থানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আর্থিক বিষয়গুলিতে ভাগ্য আজ আপনার সহায় থাকবে। নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি অনুকূল।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
দিনটি আজ অতি সাধারণ। বিশেষ কোনও চমক নেই। মাথাব্যথা ও দুশ্চিন্তার মতো কিছু নাছোড়বান্দা সমস্যায় ভুগতে পারেন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কল্পনাশক্তি আজ ঊর্ধ্বমুখী। দর্শন নিয়ে পড়া, লেখা, এমনকি, কবিতা লেখাতেও আজ আপনি আগ্রহ বোধ করবেন। কাছের লোকোদের সঙ্গে মেলামেশা আপনাকে উজ্জীবিত করবে।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সম্মান ও ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। জীবনের যাবতীয় সুখগুলি আজ অতি সহজেই আপনার কাছে ধরা দেবে।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সহকর্মীদের থেকে সাহায্য লাভের আশা রাখতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দমুখর সময় কাটাবেন। সুস্বাস্থ্য ও পরিশ্রমের সুফল উপভোগ করবেন।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
প্রেমের ক্ষেত্রে যোগাযোগগুলি কাজে লাগবে। সাংস্কৃতিক যোগাযোগগুলি আজ ফলদায়ক হবে। ব্যবসায়ীদের জন্য শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
নক্ষত্রদের ইতিবাচক ফলে ব্যবসা ভালো হবে এবং শরীরও সম্পূর্ণ সুস্থ থাকবে। প্রেমের ক্ষেত্রে সফল হবেন। মাতা-পিতার শরীর নিয়ে চিন্তা।