কালীগঞ্জে পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ১১জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে বেলাই বিল ভরাট করে হাউজিং প্রকল্প গড়ে তোলা নিয়ে বিরোধের জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা ও শর্টগানের গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে নর্থসাউথ গ্রুপ এবং তেপান্তর হাউজিং গ্রুপের লোকজন। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছে।
গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
পরে রোববার দিবাগত মধ্যরাতে নর্থসাউথ গ্রুপের প্রকল্প পরিচালক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফারুক মোল্লাসহ ১১জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হামলা ও হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ার দায়ে ১৪৩/১৪৪/১৪৫/১৪৭/১৪৮/১৫১/১৫২/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭ ধারার মামলা দায়ের করেছে পুলিশ {মামলা নম্বর ১৫(২)২৩}।
আহত দুই পুলিশ সদস্য হলেন, মামলার বাদী কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লিটন এবং কনস্টেবল জহিরুল ইসলাম।
মামলার আসামিরা হলো, মুন্সি সাইফুর রহমান (৩৮), বাহাদুর ভূইয়া (৩৫), ফারুক মোল্লা (৪০), সোহেল ওরফে গোপী সোহেল (৩৫), বোরহান (৩৮), আবু রায়হান (৩৪), জামাল (৩৮), মামুন (৩৫), আরিফ সরকার (৩৬), শহিদুল ইসলাম (২৭), সাহেদুল সরকার (৪৫) এবং অজ্ঞাত আরো ৫০/৬০ জন।
অভিযুক্তরা সকলেই নর্থসাউথ এবং তেপান্তর হাউজিং গ্রুপের বিভিন্ন পদে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে এবং স্থানীয় প্রশাসনের অনুমোদন ব্যতীতই দীর্ঘদিন যাবত কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় ঐতিহ্যবাহী বেলাই বিল ভরাট করে হাউজিং প্রকল্প গড়ে তোলার পাঁয়তারা করছে নর্থসাউথ গ্রুপ ও তেপান্তর হাউজিং গ্রুপ। এ নিয়ে পূর্বেও এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি বেলাই বিলে অবৈধভাবে বালু ভরাট শুরু করে নর্থসাউথ গ্রুপের লোকজন। এনিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। গত শনিবার দুপুর সোয়া ২টার দিকে শিমুলিয়া এলাকায় হোটেল রিলাক্সের সামনে তেপান্তর হাউজিং ও নর্থসাউথ হাউজিং গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম লিটনসহ একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। কিন্তু অভিযুক্তরা অস্ত্রসহ পুলিশের উপর আক্রমণ করে। এতে এসআই রফিকুল ইসলাম লিটন ও কনস্টেবল জহিরুল ইসলাম শরীরের বিভিন্ন স্থানে সাধারন ও গুরুতর জখম হয়। এছাড়াও তাদের হত্যার উদ্দেশ্যে নর্থ সাউথ গ্রুপের প্রকল্প পরিচালক ফারুক মোল্লার কথিত গানম্যানের শর্টগান থেকে ৩ রাউন্ড গুলি নিক্ষেপ করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। সে সময় অভিযুক্তরা সকলে পালিয়ে যায় ৷ এরপর আহত পুলিশ সদস্যদের উদ্ধার এবং শর্টগানের ২টি গুলির খোসা এবং বেশকিছু বাশের লাঠি উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলছে।
আরো জানতে…….
ঐতিহ্যবাহী বেলাই বিল দখল করে আবাসন প্রকল্প করছে তেপান্তর হাউজিং!