সারাদেশ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ নিহত ৩

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ তিন সশস্ত্র ‘দুর্বৃত্ত’ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বাহারছড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তাদের দাবি, ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন। আর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তিনটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি।

নিহতরা হলেন- উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা বস্তির মো. জামিল (২০), একই রোহিঙ্গা বস্তির মো. আসমত উল্লাহ (২১) ও টেকনাফের বাহারছড়া নতুনপাড়া এলাকার মো. রফিক (২৪)।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে হত্যা, অস্ত্র ও মাদকসহ বহু মামলার পলাতক ওই তিন আসামিকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভোররাতে বাহারছড়া শামলাপুর ঢালা এলাকায় তাদের নিয়ে অস্ত্র ও ডাকাত দলের লুণ্ঠিত মালামাল উদ্ধারে যায় পুলিশ।

এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় আক্রমণকারীরা কৌশলে পালিয়ে যায় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি আরো জানান, উভয়পক্ষের গোলাগুলির পর ঘটনাস্থল থেকে রাতে আটক হওয়া তিন আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি তিনটি এলজি, ছয় রাউন্ড তাজা গুলি, আট রাউন্ড গুলির খালি খোসা। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হচ্ছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button