গাজীপুর
গাজীপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) গাজীপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গাজীপুর মহানগরের তেতুইবাড়ি এলাকায় অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে প্রথম সমাবর্তন অনুষ্ঠিতব্য হবে বুধবার। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।