গাজীপুর

পূবাইলে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নতুন মিটারের সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পর্শে মো. শাহজালাল (৪৫) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার মহানগরের পূবাইল হাড়িবাড়িরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহজালাল বরগুনার আমতলী থানার কেয়াবুনিয়া গ্রামের জয়নাল আবেদীন পায়েদার ছেলে। তিনি গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পূবাইল সাব-স্টেশনে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম লাবিবুর বাশার ও স্থানীয়রা জানান, সকালে শাহজালাল হাড়িবাড়িরটেক এলাকার নূরুল আমিনের বাড়িতে নতুন লাইনে মিটারের সংযোগ দিতে যান। কাজ করার একপর্যায়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেলে হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button