পুলিশের বেতন বন্ধ করে দিতে সরকারের প্রতি দাবী জানিয়েছেন সংসদ সদস্য!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পুলিশের বেতন বন্ধ করে দিতে সরকারের প্রতি দাবী জানিয়েছেন সংসদ সদস্য মইনউদ্দীন খান বাদল। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এমন দাবী জানান জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের এই কাযর্করী সভাপতি।
এ বিষয়ে খবর প্রকাশ করেছে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম। যুগান্তর তাঁকে উদ্ধৃত করে লিখেছে, ‘‘আমার কাছে একজন কনস্টেবল চাকরির জন্য এসেছিলেন। আমি তাকে বললাম, এ চাকরি করে কয় টাকা বেতন পাবা? তার উত্তর ছিল, বেতন লাগবে না। কেবল পোশাক থাকলেই চলবে। কনস্টেবলের চাকরি করে তার অবস্থা এখন বেশ ভালো। তাই সরকারকে বলব- পুলিশের বেতন বন্ধ করুন। পোশাকই তাদের জন্য যথেষ্ট।”
পাশাপাশিভিআইপিদের আইন লঙ্ঘনেরওসমালোচনা করেন প্রবীণ এই রাজনীতিবিদ। বাংলা ট্রিবিউনে তাঁদের প্রতিবেদন লিখেছেন, ”ভিআইপিরাই সবচেয়ে বেশি নিয়ম লঙ্ঘন করেন। তারা ক্ষমতার দম্ভ দেখান। যাদের ওপর আইন প্রয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আরও বেশি আইন লঙ্ঘন করেন। ঢাকা সিটির ফুটপাত ঠিক করে মানুষের হাঁটার উপযোগী করা জরুরি। ফুটপাত ঠিক না হওয়ার প্রধান কারণ, এখান থেকে কোনও টাকা ইনকামের রাস্তা নেই।”
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এই আলোচনায় উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। তিনি সরকারের সমালোচনা করে বলেন, জনগণকে ক্রমশ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তারা এখন প্রজায় পরিণত হয়েছে।