‘নন্দন পার্কে’ অনৈতিক কার্যকলাপ: আটক ৬ নারী-পুরুষ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় অবস্থিত নন্দন পার্কের রির্সোট থেকে অনৈতিক কার্যকলাপের দায়ে ৬ নারী-পুরুষকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোয়েন্দা (ডিবি) ওই পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গাজীপুর জেলা গোয়েন্দার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড়ইপাড়া এলাকায় অবস্থিত নন্দন পার্কে অভিযান চালানো হয়। এ সময় ওই পার্কের রির্সোট থেকে অনৈতিক কার্যকলাপের দায়ে ৬জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩জন নারী ও ৩জন পুরুষ। এ সময় প্রতি কক্ষে একজন নারী ও এক পুরুষ মদ্যপানও করছিল। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হবে।
ওসি আরো জানান, টাকার লোভে দীর্ঘ দিন ধরে নন্দন পার্ক কতৃপক্ষ রির্সোট ভাড়া দিয়ে এভাবে অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছিল। উধ্বর্তন কর্মকর্তার নির্দেশে পার্কের বিরোদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আটককৃত ৩ নারীর বয়স আনুমানিক ২০/২৫ বছর এবং ৩ পুরুষের বয়স ২৮/৩২ বছর। পার্কের রির্সোট থেকে কিছু মদ জব্দ করা হয়েছে।
এব্যাপারে নন্দন পার্কের হেড অব মার্কেটিং কর্মকর্তা মেজবাহ্ উদ্দিন মিয়াজি বলেন, পার্ক থেকে ৬ নারী-পুরুষকে আটক করে নিয়ে গেছে ডিবি পুলিশ। কি কারণে তাদের আটক করা হয়েছে পুলিশ পার্ক কর্তৃপক্ষকে জানায়নি। বিষয়টি আমরা দেখছি।