গাজীপুর
মাইওয়ান গ্রুপের ‘মিনিস্টার হাইটেক পার্কে’ অগ্নিকাণ্ড (ভিডিও)
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের ধীরাশ্রমের দাখিন খান এলাকায় অবস্থিত মাইওয়ান গ্রুপের ‘মিনিস্টার হাইটেক পার্ক লি:’ এ ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড এ ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ইতোমধ্যে আগুন কারখানার ছয়তলার গুদাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন অফিসার আতিকুর।