গাজীপুরে অপহরণের পর শ্বাসরোধে স্কুলছাত্রকে হত্যা
গাজীপুর কণ্ঠ : গাজীপুরে অপহরণ হওয়ার পরদিন ইফতিয়াক হোসেন নিফাত (১১) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
বৃহস্পতিবার সকালে মহানগরের বাহাদুরপুর এলাকার নিজ বাড়ির পাশের একটি বাশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নিফাত বাহাদুরপুর এলাকার মো: হযরত আলীর ছেলে। সে এ বছর ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল।
নিহত নিফাতের মামাতো ভাই আশাদুল হক জানায়, নিফাত বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুজির এক পর্যায়ে নিফাতের বাবার কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনদাতা নিফাত তার নিকট আছে জানিয়ে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তিনি (আশাদুল হক) বাদি হয়ে গাজীপুর সদর থানায় এজাহার দাখিল করেন এবং বিষয়টি র্যাবকে জানান।
এদিকে বৃহস্পতিবার সকালে নিফাতদের বাড়ি থেকে একটু দূরে বাঁশঝাড়ে নিফাতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নিহতের পরিবার ও থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ সমীর চন্দ্র সূত্রধর জানান, অপহরণের অভিযোগ পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করতে রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।