গাজীপুর

গাজীপুরে হিযবুত তাহরীর ২ সদস্য গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ : গাজীপুরের নান্দুয়াইন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীপুর উপজেলার পাঠানটেক এলাকার শেখ মোসলে উদ্দিন আহম্মেদের ছেলে শেখ শরীফ আশরাফ রাজীব (২৮) ও একই উপজেলার রাম পাইঠালবাড়ী এলাকার মো. দুলাল মিয়ার ছেলে মো. ফাহাদ মিয়া (২০)।

র‌্যাব জানায়, বুধবার রাত সোয়া ৭টার দিকে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর কতিপয় সক্রিয় সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে নান্দুয়াইন এলাকায় একত্রিত হয়েছে। তাদের সংগঠনের বিভিন্ন উস্কানিমূলক লিফলেট বিতরণ করছে। পরে আভিযানিক দলটি সেখানে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করে এবং ৩০টি লিফলেট জব্দ করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button