বদলি-প্রদায়ন

পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন পাঁচজন

গাজীপুর কণ্ঠ, বদলি-প্রদায়নের ডেস্ক : পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেয়া হয়।

পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তা হলেন- বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক বিশ্বাস আফজাল হোসেন, ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজি চলতি দায়িত্বে) শেখ মোহাম্মদ মারুফ হাসান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মাহবুবুর রহমান এবং বিশেষ শাখার উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button