পর্তুগালের বিশাল জয়ে রোনালদোর ৪ গোল
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : জাতীয় দলের হয়ে জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। করলেন চার চারটি গোল। তার নৈপুণ্যে ইউরো বাছাইয়ে লিথুয়ানিয়াকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পর্তুগাল।
বাছাই পর্বের ‘বি’ গ্রুপের ম্যাচটিতে মঙ্গলবার রাতে ভিলনিয়াসে স্বাগতিক লিথুয়ানিয়াকে ৫-১ গোলে হারায় পর্তুগাল। রোনালদো একাই করেছেন চার গোল!
ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই পেনাল্টি কিক থেকে পর্তুগালকে এগিয়ে নেন রোনালদো। তবে ব্যবধানটা ধরে রাখতে পারেনি ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা। ডিফেন্ডার আন্দ্রিউসকেভিসিউসের গোলে সমতা ফেরায় লিথুয়ানিয়া।
ম্যাচের কাঁটা ঘণ্টায় গড়াতেই জ্বলে ওঠে পর্তুগাল। জ্বলে ওঠেন রোনালদো। ১৫ মিনিটের ব্যবধানে করেন তিনটি গোল। এর মধ্যে দুটি গোলে অবদান রাখেন বের্নাদো সিলভা; একটি গোলে অবদান রাখেন রাফায়েল সিলভা। ম্যাচের যোগ করা সময়ে লিথুয়ানিয়ার কফিনে শেষ পেরেক ঠুকেন মিডফিল্ডার উইলিয়াম কার্ভালহো।
এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে পর্তুগাল। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুই জয় ও দুই ড্রয়ে দলটির পয়েন্ট ৮। শীর্ষে থাকা ইউক্রেনের পয়েন্ট পাঁচ ম্যাচে ১৩!