গাজীপুর

টঙ্গীতে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর মধুমিতা রোড এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

মঙ্গলবার ভোরে রাসেল হোসেন ও জহির উদ্দিন নামের এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৮৭ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা টেকনাফ সীমান্তবর্তী এলাকা দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ইয়াবা নিয়ে আসে। পরে ইয়াবা চালানগুলো বিশেষ কৌশলে মাদক সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের মাধ্যমে রাজধানী ঢাকায় নিয়ে আসে। এই চক্রের অন্যতম সদস্য চট্টগ্রামের সাতকানিয়া এলাকার এক মাদক ব্যবসায়ী। তিনি মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবার চালান দেশে নিয়ে আসেন। এরপর জহির ও তার অন্যান্য সহযোগীদের মাধ্যমে ইয়াবার চালান ঢাকা ও আশেপাশের জেলায় নিয়ে এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের কাছে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করা হয়।

গ্রেপ্তারকৃত রাসেল জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছেন, তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি প্রায় চার থেকে পাঁচ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি নিজের একজন মাদকাসক্ত। তিনি চট্টগ্রামের এক মাদক ব্যবসায়ীর সঙ্গে যোগসাজসে ইয়াবার চালান গাজীপুরে নিয়ে আসে। এরপর তার সহযোগীদের মাধ্যমে গাজীপুরের বিভিন্ন স্থানে এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের কাছে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করে।

আর গ্রেপ্তারকৃত জহির জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছেন, তিনি ছয় বছর ওমানে কর্মরত ছিলেন। গত আগস্ট মাসে তিনি ওমান থেকে দেশে ফেরার পর মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়ে। তিনি চট্টগ্রামের একজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদকের চালান সংগ্রহ করে নিয়ে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাসমূহে সরবরাহ করতেন। তিনি আজ পর্যন্ত ছয় থেকে সাতটি ইয়াবার চালান চট্টগ্রাম থেকে ঢাকা ও গাজীপুরে সরবরাহ করেছেন। চালানপ্রতি তাকে ১০ হাজার টাকা দেওয়া হয় ।

গ্রেপ্তারকৃত রাসেল হোসেন গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার আমতলী কেরাণীরটেক গ্রামের বাসিন্দা। আর জহির উদ্দিন চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার জয়নগর গ্রামের বাসিন্দা।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button