গাজীপুর

বিএনপি কোনো মহাসড়ক তৈরি করেনি, তারা চোখ থাকতেও অন্ধ : কাদের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কোনো মহাসড়ক তৈরি করেনি। টোল সম্পর্কে তাদের ধারণা নেই। তারা চোখ থাকতেও অন্ধ হয়ে আছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে মঙ্গলবার সকালে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মহাসড়কে টোল আদায় করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোল আদায়ের এই নির্দেশের সমালোচনা করছে বিএনপি। বিএনপির এই সমালোচনা নিয়ে আজ ওবায়দুল কাদেরকে প্রশ্ন করলে তিনি জবাব দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি আশা করি, বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) বাংলাদেশে প্রথম শেখ হাসিনা সরকারের মেগা প্রজেক্ট। এ প্রজেক্টের কাজ ২০২১ সালের জুন মাস নাগাদ শেষ হবে। এর মধ্যে কাজটি আরও গতিশীল করতে এ কাজের সঙ্গে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। মন্ত্রণালয় থেকেও মনিটরিং করা হচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সাড়ে চার কিলোমিটার চেরাগআলী মার্কেট পর্যন্ত এলিভেটেড ফর্মে ফ্লাইওভার হবে। টঙ্গী তুরাগ নদীর ওপর যে ব্রিজ হচ্ছে তা হবে দশ লেনের। যা হবে বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত ব্রিজ। আমরা আশা করছি এ কাজটি ২০২১ সালের জুন নাগাদ শেষ হবে এবং এতে যানবাহন চলাচল করবে। ব্রিজসহ ফ্লাইওভার সাধারণনের জন্য খুলে দেয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে। আমরা তাদের স্বাগত জানাই। আশা করি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচন নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদফতরের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button