জয়ের সঙ্গে শীর্ষে ফিরেছে জার্মানি
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : নেদারল্যান্ডসের কাছে হারের পর ইউরো ২০২০ বাছাই পর্বে জয়ের ধারায় ফিরেছে জার্মানি। উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে কোচ জোয়াকিম লোর দল। সুবাদে গ্রুপের শীর্ষে উঠে গেছে দলটি। আর রায়ান বাবেলের জোড়া গোলে এস্তোনিয়াকে রীতিমতো ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। সমান ব্যবধানে বেলজিয়াম হারিয়েছে স্কটল্যান্ডকে।
সোমবার রাতে (৯ সেপ্টেম্বর) প্রথমার্ধে গোলের শত চেষ্টা করেও কোনো লাভ হয়নি। আসেনি কোনো গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮তম মিনিটে) মার্সেল হালস্টেনবার্গ অতিথি জার্মান শিবিরের নিরবতা ভাঙেন।
এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন গড়তে থাকে সফরকারী জার্মান শিবির। পরে ইনজুরি টাইমে (৯০+২ মিনিটে) জার্মানির জয়ের ব্যবধানটা দ্বিগুণ করেন সার্জ গ্যাবন্যারি।
দুর্দান্ত এ জয়ে স্বাগতিক উত্তর আয়ারল্যান্ডকে (১২ পয়েন্ট) গোল ব্যবধানে টপকে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে জার্মানি (১২ পয়েন্ট)। দুদলই পাঁচ ম্যাচ খেলে চার জয়ের বিপরীতে এক ম্যাচে হার মেনেছে।
রাতে একই গ্রুপের অন্য ম্যাচে রায়ান বাবেলের গোলে এস্তোনিয়ার মাঠে ১৭তম মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। বিরতির পর ৪৮তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন এ ডাচ ফরওয়ার্ড।
৭৬তম মিনিটে গোল ব্যবধান বাড়িয়ে দেন মেমফিস ডিপে। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে কমলা শিবিরকে চতুর্থ গোল উপহার দেন জর্জিনিও উইজনালডাম।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে জার্মানি ও উত্তর আয়ারল্যান্ডের নিচেই অবস্থান করছে নেদারল্যান্ডস।
অন্য দিকে ‘আই’ গ্রুপে টানা ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরেই রয়েছে বেলজিয়াম।
স্কটল্যান্ডের মাঠে ৯তম মিনিটেই অজেয় বেলজিয়ামকে লিড এনে দেন রোমেলু লুকাকু। ২৪তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন টমাস ভারমায়েলেন।
৩২তম মিনিটে টবি অ্যালডারউইরেল্ড গোল ব্যবধান ৩-০ তে নিয়ে যান। ম্যাচ শেষের বাঁশি বাজার আট মিনিট আগে দলের হয়ে শেষ গোলটি করেন কেভিন ডি ব্রুইনে।